1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনায় রেললাইন নির্মাণে ক্ষতির শঙ্কা, ১৯ গ্রাম ঝুঁকিতে বিকল্প রুটের দাবি এলাকাবাসীর নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তরীক্বা চর্চার মাধ্যমে আমাদের আমিত্ব বিলীন হয়ে যায় -ছারছীনার পীর ছাহেব সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত — আহম্মদ সোহেল মনজুর রবিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তাবেদার রাষ্ট্র বানাতে দেয়ার জন্য জুলাই হয় নাই – ইলিয়াস হোসেন মাঝি নিখোঁজের পর মেঘনায় মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত — আহম্মদ সোহেল মনজুর

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার বাবা বলতেন, রাজনীতি হলো মানুষের জন্য দেওয়ার, পাওয়ার জন্য নয়। এক মতবিনিময় সভায় এ কথা বলেন।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকার কেআইবি’র হলরুমে ঢাকাস্থ নেছারাবাদ বিএনপি পরিবারের উদ্যোগ সুধীজনদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন,এ সময় তিনি আরো বলেন “পিরোজপুর-২ আসন এখনও অনুন্নত। বিশেষ করে নেছারাবাদ উপজেলার বলদিয়া এলাকার সড়ক যোগাযোগ অত্যন্ত খারাপ। পাশাপাশি নেছারাবাদ, ভাণ্ডারিয়া ও কাউখালীর অবকাঠামোগত উন্নয়নের বেহাল চিত্র বিরাজ করছে। আমি চাই এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে। এজন্যই দলের কাছে মনোনয়ন চাইবো।“দলের ভাবমূর্তি ও ঐক্য ধরে রাখতে আমরা সবসময় কঠোর সিদ্ধান্ত নিয়েছি। অন্যায় যেই করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। সেকারণে দল যাকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”স্বরূপকাঠি পৌরসভা বিএনপি’র সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অনারারি কনর্সাল ইয়েমেন ও তাস গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ, কাজী শাহিনুল ইসলাম জুলফিকার খন্দকার পারভেজ, মনিরুজ্জামান খোকন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব ভান্ডারিয়া পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মাসুদ রানা পলাশ কাউখালী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম ভিপি দুলাল মাহমুদ হোসেন শাওন কাউখালী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।সভায় ঢাকায় বসবাসরত নেছারাবাদ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতা, সাবেক জনপ্রতিনিধি, পেশাজীবী ও ব্যবসায়ীরা অংশ নেন। তারা এলাকার উন্নয়ন ও রাজনৈতিক ঐক্য নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।উল্লেখ্য, আহম্মদ সোহেল মনজুর সুমন, বিএনপির কেন্দ্রীয় নেতা, পিরোজপুর ২ আসনের সাবেক এমপি ও মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মনজুরের ছেলে। তাকে ২০১৮ সালে বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরে আসনটি শরিক দল লেবার পার্টিকে ছেড়ে দেওয়া হয়।২০০৮ সালে পিরোজপুর-২ আসনে মো. নুরুল ইসলাম মনজুর নির্বাচন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓