1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসায় মাকে হারিয়ে শোকে কাতর দুই শিশু মঠবাড়িয়া দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেপ্তার ফুলপুরে ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে  মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পিরোজপুরে পুত্রবধু কতৃক শাশুড়ী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন মুন্সিগঞ্জে যুবদল নেতা রানার সহযোগীতায় চাকরি পেলো শারীরিক প্রতিবন্ধী জুলিয়া

কাউখালীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে সাবেক ইউপি সদস্য শাহ আলম সেপাইর বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ানের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাউখালীতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের বিনা ভোটের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা একাধিক হত্যা মামলার আসামী সিদ্দিকুর রহমান গাজীর নির্দেশে আমার চাচাতো ভাই ওতার স্ত্রী আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযােগ করেছে তা সঠিক নয়। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ওই ধরনের কোন কাজের সাথে আমি সম্পৃক্ত নেই। আমি উক্ত ওয়ার্ড থেকে তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি।এ বছর অসুস্থতার কারনে নির্বাচনে অংশ নেয় নি। সে জন্য প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ইর্ষানিত হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছে। প্রকৃত ঘটনা হচ্ছে আমার চাচাতো ভাই আলাউদ্দিন গং এর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমার এবং আমার পরিবারের উপর তাদের লোকজন কয়েকবার হামলা চালিয়ে জখম করে। আমি দীর্ঘ ১০ বছর বাড়ি ছাড়া।কাউখালী সদরে পরিবার নিয়ে বসবাস করি। আলাউদ্দিন গং এর বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলা চলমান রয়েছে।এর আগে প্রায় ২০/২৫ বছর পুর্বে আলাউদ্দিনের পিতা আমাকেও আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। ওই মামলায় আলাউদ্দীনের পিতা মতিউর রহমানের ১০ বছর সাজা হয়ে ছিল।এই আলাউদ্দিনকে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান গাজী কু পরামর্শ দিয়ে আমার দলীয় ভাবমূর্তি নস্ট করাসহ যে কোন সময় আমাকে হত্যা করতে পারে। সর্বশেষে আমার বিরুদ্ধে পিরোজপুরে সাংবাদিক সম্মেলন করে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমার ভাবমুর্তিক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মোঃ শাহ আলম সেপাই প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ইউপি সদস্য মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓