নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব তা হলো শারদীয় দুর্গাপূজা উৎসব, আর এই উৎসবকে ঘিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এর তত্ত্বাবধানে ভেড়ামারা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে খোঁজখবর নেন, এবং তাদের শারদীয় দুর্গাপূজার কোন সমস্যা যাতে না হয় সে বিষয়ে তারা খোঁজ খবর নেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫:০০ টায় ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।ভেড়ামারা উপজেলার বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম পূজা মণ্ডপগুলোর নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।এ সময় তিনি বলেন,বিএনপি সবসময় মানুষের পাশে আছে। পূজা উদযাপনের সময় কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।যেকোনো সমস্যার সমাধানে আমরা পাশে থাকবো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,যুগ্ম আহবায়ক আব্দুর রব, যুগ্মআহবায়ক ইসাহাক,যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ বকুল,বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী নেতৃবৃন্দ।