1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত ২,শিশু সহ আহত ৩ ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ নেছারাবাদের নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক  পিরোজপুরে ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলের কারাদণ্ড সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে যুব সমাবেশে অনুষ্ঠিত রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড

গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত ২,শিশু সহ আহত ৩

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছে।এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো ৩ জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই ঘটনা ঘটে।নিহত’রা হলেন আলেমা বেগম (৫০),স্বামী বিল্লাল হোসেন ও বিল্লাল হোসেন(৬৫),তাঁরা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আহতরা হলো,বিল্লাল হোসেন এর তার ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৪০)।খবর নিয়ে জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে। সম্প্রতি রত্নার মেয়ে জ্বরে আক্রান্ত হয়। ব্যাটারি চালিত অটোরিকশায় করে তাকে পরিবার নিয়ে দেখতে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। পথিমধ্যে ব্যাটারি চালিত অটোরিকশাটি আনারপুরা গ্রামে যাবার পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশা চালক চালক,বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলেমা বেগমসহ ৫জন গুরুতর আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিল্লাল হোসেন, তার স্ত্রী আলেমা  বেগম এবং ছেলের বউ অঞ্জনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। এদিকে ঢাকা নেওয়ার পথে সকাল এগারোটার দিকে মারা যায় আলেমা বেগম ও হাসপাতালে নেওয়া পরে মারা যান বিল্লাল হোসেন, স্থানীয়রা ঘাতক বাস চালক কাউসার হোসেন (২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত চারজন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে শিশু আনিশা ছাড়া বাকি তিনজনের আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে’।নিহত আলনার মামা নজরুল ইসলাম দুই জনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন,হাসপাতালে নেওয়ার পথে আলেমা ও হাসপাতালে নেওয়া পরে বিল্লাল হোসেন  মারা গেছে। বাকিদের অবস্থাও ভালো নয়। অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে স্বামী স্ত্রী দু’জন’ই লাশ হয়ে ফিরল’।বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসটির চালক কাউসার হোসেনকে আটক করে স্থানীয়রা আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓