নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও প্রতিপক্ষের লোকজনকে মারধর ঘটনার দুই দিন পর মামলা নিয়েছে পুলিশ। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এর আগে গেল গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। ঘটনার পর জিতু রাঢ়ী সহ ২৫ জনের নাম অন্তর্ভুক্ত করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রিনা আক্তার।গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি রেকর্ড করা হয়। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে সেনাবাহিনীকে সাথে নিয়ে আমরা অভিযানে গিয়েছিলাম। কাউকে আটক করা সম্ভব না হলেও জনগণের উদ্দেশ্যে এটি একটি স্পষ্ট বার্তা, অপরাধ যেই করুক তাকে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না’।