
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে নেতাকর্মীরা থানার পুকুরে মৎস্য অবমুক্ত করেন। এর আগে উত্তর বাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে উপজেলার যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেল এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, যুবদল নেতা মাওলাদ হোসেন মইন তালুকদার প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি এইচ এম দ্বীন মোহাম্মদ যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা বিএনপির উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, সিনিয়র সাবেক সদস্য শাহ ইমরান ফারুক, যুবদলের সাবেক সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, বিএনপি নেতা শহীদ উদ্দিন তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের আলী বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিবুদ্দিন তালুকদার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরনসহ অন্যরা উপস্থিত ছিলেন।