
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৯ নভেম্বর) দুপুর একটা হতে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় আল মদিনা বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বাটার বন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য প্রস্তুত করায় বেকারির মালিক মোহাম্মদ রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও তুলি বেকারিতে কেক, বিস্কুট, পাউরুটি প্রস্তুত করা হচ্ছে কিন্তু উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এমআরপি উল্লেখ করা হচ্ছে না। এ অপরাধে বেকারির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, সিরাজদিখান বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুই বেকারীর মালিককে জরিমানা করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে