1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন

কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে জমিতে রশি টানানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে ঘটে। এঘটনায় শুক্রবার বিকেলে রাজিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। হামলায় ফরিদ শিকদার, রাজিয়া আক্তার, রুবি বেগম, সুমি আক্তার নামের ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ফরিদ শিকদারকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিরাপাড়া গ্রামের ফরিদ শিকদারের জমির মধ্যে প্রতিবেশী মহিবুল্লাহ শিকদার ও তার পরিবারের লোকজন রাশি টানিয়ে ব্যবহার করে তা নিষেধ করলে তাদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ফরিদ শিকদারের উপর দেশীয় অস্ত্র দিয়ে মহিবুল্লাহ শিকদার, শিকদার, এসাহাক , বিউটি বেগম, নাজমা বেগম, উর্মিসহ ২/৩ জন হামলা করে। তার ডাকচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা তাদের উপরেও হামলা করে। এসময় ফরিদ শিকদার শিকদার, রাজিয়া আক্তার, রুবি বেগম, সুমি আক্তার আহত হন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এরমধ্যে ফরিদ শিকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, উপজেলার চিরাপাড়া গ্রামে জমিতে রশি টানানো নিয়ে হামলার ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓