1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার  নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরীক্ষায় অনিয়ম করায় প্রধান শিক্ষকসহ একই বিদ্যালয়ের ১৪ শিক্ষককে শোকজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে
Copyright 2014 g

ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে হাতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, গত ২৩ আগস্ট থেকে আমতলী উপজেলার ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ক্লাস্টার ভিত্তিক প্রশ্নপত্র তৈরি করে সেই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা সেই নির্দেশ উপেক্ষা করে তাদের হাতে তৈরী করা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়। মঙ্গলবার ইংরেজী পরীক্ষা চলাকালে ওই বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম সহকারী শিক্ষা অফিসার আল আমিনকে আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে ঘটনার সত্যতা পায়। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান, সহকারী শিক্ষক সুনীল কংশ বনিক, নার্গিস আক্তার, নাসিমা, ফাতেমা, লাভলী, কুলসুম, নাজমা, জোহরা ও নার্গিস নিরু, পাপড়ী, খাদিজা আক্তার রুবী, সাজিয়া শিল্পীকে শোকজ নোটিশ দিয়েছেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) রগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে এসে ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে হাতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের জানান, ১৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খাঁন ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম মুঠোফোনে বলেন, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিয়েছেন। প্রশ্নপত্র পরিবর্তনের ক্ষমতা তাদের কে দিয়েছে? তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ওই ঘটনার সাথে সম্পৃক্ত প্রধান শিক্ষকসহ ১৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓