1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুরের কর্মবিরতি গজারিয়া দিন দুপুরে চুরি,জমি বিক্রির টাকা হারিয়ে দিশেহারা হত দরিদ্র একটা পরিবার গলাচিপার ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ককে অব্যহতি ফুলপুরে ট্রাফিক স্বেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান  গজারিয়ায় একজন সম্ভাবনাময় তরুনের অন্তিম যাত্রা,শোকে স্তব্ধ এলাকা রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন….. মাওলানা গাজী আতাউর রহমান আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন

ঝালকাঠি সদর হাসপাতালে ইন্টার্নি করতে আশা ডিপ্লোমা ছাত্র আরিফ যখন ডাক্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা পড়ুয়া ইন্টার্নি করতে আশা আরিফুল রহমান আরিফ এখন সদর হাসপাতালে আউটডোরের চিকিৎসক হিসেবে রোগীরদের চিকিৎসাপত্র দিচ্ছে। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় হাসপাতালে ডিপ্লোমা পড়ুয়া মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ইন্টার্নি করতে আশা ছাত্র আরিফুল রহমান আরিফ রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছে। সরোজমিনে গিয়ে দেখাযায়, ঐ দিন দুপুর আনুমানিক ১২ টায় সদর হাসপাতালের আউটডোরে ১১০ নম্বর কক্ষে বসে মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ইন্টার্নি করতে আশা ডিপ্লোমা পড়ুয়া ছাত্র আরিফ রোগীদের চিকিৎসার জন্য ব‍্যাবস্থাপত্র দিচ্ছেন এবং ব্যবস্থাপত্রে তিনি নিজেই স্বাক্ষর করছেন। হাসপাতালে খবর নিয়ে জানাযায়, মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্সে ঝালকাঠি মেডিকেলে ইন্টার্নি করতে আশা ছাত্র আরিফ ডাক্তার নন। এ বিষয় আরিফের কাছে ডাক্তার না হয়েও কি করে আপনি রোগী দেখেন এবং রোগীর ব্যবস্থাপত্র দেন জানতে চাওয়া হলে আরিফুর রহমান আরিফ উত্তরে বলেন, আমি রোগী দেখতে পারবো ও ব্যবস্থাপত্র দিতে পারব। এছারাও আপনাকে কি ঝালকাঠি মেডিকেলে সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানতে চাওয়া হলে এ বিষয়ে তিনি এড়িয়ে যান। এবং বলেন আমাকে মেডিকেল অফিসার আরএমও দায়িত্ব দিয়েছে আমি রোগী দেখছি ও ব্যবস্থাপত্র দিচ্ছি। এ বিষয়ে মেডিকেল অফিসার আরএমও ডাক্তার মোঃ মেহেদী হাসান ছানির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তাকে কোন রোগী দেখতে বলা হয়নি বা কোন ব্যবস্থাপত্র দিতে বলা হয়নি। এরকম যদি কিছু করে থাকে আমরা খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓