1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে কাউখালী মডেল স্কুল চেম্পিয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে

আগামীর সুন্দর বাংলাদেশ শিশুদের মধ্য থেকে বিকশিত হবে।এই শিশুরাই জাতীর নেতৃত্ব দিবে সেজন্য শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম এমপি এ কথা বলেন।এ সময় তিনি আরোও বলেন, যারা খেলাধুলা করে তারা খারাপ মানুষ হতে পারে না।তাই তোমাদের খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে। তোমরা মাদক ও ইভটিজিং থেকে দুরে থাকবে। যারা মাদক সেবন করবে তাদের সাথে মিশবে না।পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শফিউর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি,কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খেলায় বালক বিভাগে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সদরের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চেম্পিয়ন হয়। আর বালিকা বিভাগে ভান্ডারিয়ার উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে সদরের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চেম্পিয়ন হয়। পিরোজপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চেম্পিয়ন হওয়ায় বিজয়ী দল ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস এম আহসান কবির,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, মোঃ মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক তারিকুর রহমান তারেক, সাবেক সভাপতি রবিউল হাসান রবিন,রতন কুমার দাস, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান মনির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓