1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কাউখালীতে ১৪০০ টন ডাল নিয়ে জাহাজ এম ভি স্কাই অর্ধ নিমজ্জিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

এম ভি স্কাই নামের মুশুরী ডাল বোঝাই একটি মালবাহী জাহাজ সাথে রূপসা-১ নামের অন্য একটি তেলবাহী জাহাজের সাথে সংঘর্ষ ঘটে।এতে এম ভি স্কাই জাহাজের তলা ফেটে যায়।ঝালকাঠি গাবখান চ্যানেলের শেখেরহাট নামক স্হানে বুধবার (২৩ নভেম্বর) মধ্য রাতে এ ঘটনা ঘটে।জাহাজ কর্তৃপক্ষে থেকে জানা গেছে, মুশুরী ডাল বোঝাই এম ভি স্কাই জাহাজটি চট্টগ্রাম থেকে নাভিল গ্রুপের ১৪০০ টন ডাল নিয়ে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল।এম ভি স্কাই জাহাজটি বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান চ্যানেলের শেখেরহাট নামক স্হানে এলে বুধবার রাত ১২টার দিকে রূপসা-১ নামের তেলবাহী জাহাজটি অতিক্রমের সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ সময় এম ভি স্কাই নামের ওই জাহাজটি কিছুদুর আসার পরে বুঝতে পারে যে তাদের জাহাজের তলা ফেটে গেছে।পরে অর্ধ নিমজ্জিত অবস্থায় জাহাজটি পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর থানা সংলগ্ন এলাকায় নদীর চরে আটকে দেন মাষ্টার।দুর্ঘটনার সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনাস্হলে গিয়ে উদ্ধার অভিজান চালাতে গেলে জাহাজ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাতে দেয়নি।পরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া চট্টগ্রামে জাহাজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে।তারা জানান অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্হলে গিয়ে ডাল উদ্ধার করবে। জানা গেছে জাহাজে এক হাজার চারশত টন মুশুরী ডাল রয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুর রহমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজল মোল্লা, কাউখালী থানা ইনচার্জ মোঃ জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া, ঘটনাস্হল পরিদর্শন করেছেন।প্রশাসন বলছে জাহাজটি যাতে ডুবে না যায় সে জন্য জাহাজটির দুই পাশে দুইটি জাহাজ দিয়ে ভাসিয়ে রাখা হয়েছে।পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সকালে দূর্ঘটনা কবলিত জাহাজটি পরিদর্শন করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রহস্ত জাহাজটি থেকে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓