1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

গজারিয়ায় আওয়ামীলীগের বিজয় মিছিল অনুষ্ঠিতঃ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামীলীগের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।গজারিয়া উপজেলা প্রশাসন সংলগ্ন স্থানীয় সড়কপথে এই মিছিল হয়।গজারিয়া উপজেলার বিভিন্ন নদীপথ ও স্থলপথ দিয়ে আসা হাজারো নেতাকর্মীদের বিজয় মিছিলের প্রতিধ্বনিতে মুখরিত হয় চারপাশে।বিজয় মিছিলে মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্পবের কাচি মার্কা বেনার, পোস্টার নিয়ে উপস্থিত হয় সকল নেতাকর্মী। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কাঁচি কাঁচি ৃমার্কার স্লোগানে স্লোগানে উপজেলার সর্বত্র প্রদক্ষিণ করে। ৮ টি ইউনিয়ন থেকে আসা প্রায় ২০ হাজার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপস্থিতিতে উপজেলার সড়কপথ জনসমুদ্রে পরিনত হয়। এতো নারীপুরুষের উপস্থিতি ও স্বতন্ত্র প্রার্থীর গণজোয়ারে উৎফুল্লতা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা। সেইসাথে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলেও জানান তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয়, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী নেতৃবৃন্দ। সর্বশেষ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল আহমেদ বিপ্লবকে কাঁচি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান উপস্থিত সকলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓