1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কাউখালীর সন্ধ্যা নদী থেকে কারেন্ট জাল জব্দ, জেলের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।এসময় ইব্রাহীম আকন (৩৩) নামের এক জেলেকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে সকালে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করা হয়।এসময় আমরাজুড়ি ফেরিঘাট এলাকা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।কারেন্ট জাল ব্যবহার করার দায়ে ইব্রাহীম আকন নামের এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓