1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ট্রাফিক স্বেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান  গজারিয়ায় একজন সম্ভাবনাময় তরুনের অন্তিম যাত্রা,শোকে স্তব্ধ এলাকা রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন….. মাওলানা গাজী আতাউর রহমান আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন গজারিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী আহসান হাবিব লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিনহাজুল হক মিন্টু ও সুমন বিশ্বাস পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিয়োগ আর কমিটির দ্বন্দ্বের জেরে মাদরাসা সুপারকে হাতুড়ি পেটা দিয়ে পা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরের হাতুড়ি পেটা দিয়ে মো. অঅব্দুল মান্নান (৫৩) নামের এক মাদরাসা সুপারের পা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা।হামলায় গুরুতর আহত সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া দারুসুন্নাৎ দাখিল মাদরাসার সুপার ও পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল আজিজ মুন্সির ছেলে।ঘটনাটি ঘটেছে সোমবার (১২ ফেব্রæয়ারী) রাতে মাদরাসার ভবনের সামনে।আহত ওই সুপার জানান, তিনি ওই দিন রাতে এশার নামাজ শেষে মাদরাসার কক্ষে ফিরছিলেন।এ সময় মুখোশধারী ৪ জনে এসে তাকে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে কিল-ঘুষি সহ হাতে থাকা হাতুড়ি দিয়ে তার বাম পায়ের হাটুতে আঘাত করে থেতলে দেয়। তিনি আরো জানান, গত ২০২২ সালের ১৬ জানুয়ারী মাদরাসার সহসুপার ও দুটি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এবং মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিরোধের জেরে তার উপর এমন হামলা হয়েছে।এর আগেও একাধীকবার তার উপর হামলার চেষ্টা করা হয়েছিলো।প্রত্যক্ষদর্শী ওই মাদরাসার নৈশ প্রহরী মো. আতিকুর রহমান জানান, মাদরাসার বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের বাজার মাদরাসায় রেখে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কালে এমন ঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে ওই মাদরাসার এক শিক্ষক জানান, গত ২০২২ সালের ওই মাদরাসার সহসুপার সহ ৩টি পদের নিয়োগে কমিটির সভাপতি ১৬ লাখ টাকার বানিজ্য করেন।আর এ সময় সুপারও তার নিজের পছন্দের লোক নিতে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেন।পরে সুপারের পছন্দের লোকর না নেয়ায় তার ইন্দনে একটি মামলা হয়।এ ছাড়া মাদরাসার ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয়ভাবে একটি বিরোধ রয়েছে। এ সব বিরোধের জেরে তার উপর হামলা হয়েছে।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ বলেন, তার বাম পায়ের হাটু ও হাটুর নিচে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে।তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিলো।এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓