নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে চুরি হওয়ার মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চুরি হওয়া মিশুক সহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১৪ই মার্চ)দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থানার নারিকেলবাগ ও জ্বিনজ্বিরা এলাকা থেকে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোরকে আটক করা হয়।আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ এর দ্বীন ইসলাম(৪৫), নুর ইসলাম(৩৭) ও রাসেল(২৬)।পুলিশ সুত্রে জানাগেছে,বুধবার সকালে হাসাইল এলাকার মিশুক চালক রিফাত এর মিশুক গাড়ি চুরি হলে তার বাবা মো:মন্টু সরদার ওইদিন দুপুরে থানায় একটি চুরির মামলা করে।পরে টংঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলি’র দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোরকে আটক করা হয়।টংঙ্গীবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম জানান,মিশুক চুরির ঘটনায় থানায় মামলা হলে ওসি স্যারের নির্দেশনায় টংঙ্গীবাড়ী থানার একটি টিম অভিযান পরিচালনা করে ৩ চোরকে আটক করে।এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন আটক ৩ চোরকে আদালতে হাজির করা হলে তারা চুরির ঘটনায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।