পিরোজপুুর প্রতিনিধি : দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পিরোজপুরে বিদ্যুৎ অফিসে সামনে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার(৮ জুন) বেলা ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা রাজারহাটস্থ ওজোপাডিকোর কার্যালয়ে সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে নেতা কর্মীরা নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মস‚চি পালন করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এড. রহিমা আক্তার হাসি, বিনেপি নেতা কামরুজ্জামান চান প্রমুখ।