পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ শনিবার(১০ জুন) বিকাল ৪ টায় ভান্ডারিয়া বিহারী লাল পাইলট বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,সহকারি কমিশনার (ভূমি) রোমানা আফরোজ, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান,ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামসুদ্দিন হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরো অনেকে।মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় খেলা পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম আজাদ। প্রথম দিনের খেলায় ইকরি ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ জয় লাভ করে। এবং তেলিখালি ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়ে ধাওয়া ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে।