1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।শুক্রবার(২৩ জুন) বিকালে নড়াইল শহরের সিমাখালি মালিবাগ এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অণুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) রেজাউল করিম। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,পৌর মেয়র আন্জুমান আরাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নড়াইল শহরতলীর আউডিয়া ইউনিয়নের সীমাখালীর মালিবাগ এলাকায় ৪ একর ৭৭ শতক জমির উপর ৭৬ কোটি টাকা ব্যায়ে ৬তলা ভবন নির্মান করা হবে। আগামী দুই বছরের মধ্যে নির্মান কাজ শেষ হবে।এর আগে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা চত্তরে জয় সেট সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন । পরে ৪টায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আউড়িয়া ইউনিয়ন কার্যালয়ে একটি আলোচনা সভায় যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন,প্রধানমন্ত্রী এদেশের তরুনদের কথা ভাবেন,আমাদের তরুনদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে সারা বাংলাদেশে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থপনের কাজ চলমান রয়েছে। এই সেন্টার থেকে ৩ মাস ৬ মাসের ট্রেনিং দিয়ে আমরা পুজিগত সহায়তা দিয়ে নড়াইলের হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে বড় বড় কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সেই সুযোগটা আপনাদের প্রিয় মাশরাফি বিন মোর্ত্তজা তৈরী করে দিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓