কয়লা সংকটে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র (২৫ জুন)বিকেল ৩টায় পুনরায় উৎপাদন শুরু করতে যাচ্ছে।শনিবার (২৪ জুন)এ বিষয়ে বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, উৎপাদন শুরু করার জন্য ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। রবিবার পিক আওয়ার থেকে বিদ্যুৎকেন্দ্র আমরা চালু করতে চাচ্ছি। বাংলাদেশে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়ে থাকে। বাকি সময়টা অফ পিক আওয়ার।গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ টন কয়লার একটি জাহাজ দেশে এসেছে। বন্দর থেকে কয়লা খালাস করে ইতিমধ্যে বিদ্যুতকেন্দ্রে নেওয়া হয়েছে।তবে প্রথম এক সপ্তাহ একটি ইউনিট চালু করা হবে। আরা দ্বিতীয় ইউনিটে জুলাই মাসের ২ তারিখ থেকে উৎপাদন শুরু হবে।দেশের সব চেয়ে বড় এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে এক হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়,যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।কয়লা সংকটের কারণে গত ২৫ মেবিদ্যুতকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।আর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।