ঝালকাঠির রাজাপুরে সোমবার(১০ জুলাই) বিকাল সারে পাঁচটার দিকে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মো. মজিবুর হাওলাদার (৬০) এর কান ও পায়ের রগ কাটল তার আপন ছোট ভাই। আহত মো. মজিবুর হাওলাদারে পিতা মৃতঃ পবন আলী হাওলাদার তার গ্রাম পশ্চিম বাদুরতলা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছে, বাড়ীর সামনে কবরস্থানের কাছে জমিতে হাঁস বীজ খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে ভিকটিমকে দাও দিয়ে মাথায় কোপ দিলে এতে ভিকটিম এর মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায় এবং ভিকটিম এর ডান পায়ের হাটুর নিচে রগ কেটে যায়। তাকে পরিবার এবং স্থানীয় লোকজনসহ রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালে শেবাচিম হাসপাতাল রেফার করেন।