পিরোজপুরের কাউখালীর জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে ১৮ ল্যাপটপের মধ্য থেকে ২ টি ল্যাপটপ রহস্যজনক ভাবে উধাও হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে গত ১৮ জুন দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য ল্যাবের দায়িত্বে থাকা অফিস সহকারী মাসুদ হাওলাদার ল্যাবের তালাবন্ধ কক্ষ খোলেন।তিনি তালা খুলে ল্যাবের ভেতরে গিয়ে দেখেন একটি টেবিলের ড্রয়ার ভাঙ্গা।এসময় তিনি ওই ড্রয়ারে থাকা ২ ল্যাপটপ দেখতে পাননি। পরে বিষয়টি সহকারী প্রধান শিক্ষককে জানা। তিনি ল্যাবে গিয়ে এর সত্যতা পেয়ে প্রধান শিক্ষককে অবহিত করেন। ল্যাবের দায়িত্বে থাকা অফিস সহকারী মাসুদ হাওলাদার বলেন,ওই দিন তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য ল্যাবের তালাবন্ধ কক্ষ খোলেন। ল্যাবের ভেতরে গিয়ে দেখেন ল্যাবের একটি টেবিলের ড্রায়ার ভাঙ্গা এবং ড্রয়ারে থাকা ২টি ল্যাপটপ ও নেই।পরে বিষয়টি তিনি সহকারী প্রধান শিক্ষককে জান।ল্যাবের তালা খোলার সময়ে তিনি বারান্দার একটি জানালা খোলা দেখতে পান।তখন জানালার গ্রিল ভাঙ্গা ছিলনা বলেও তিনি জানান। প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী বলেন, স্কুলের তালাবন্ধ ল্যাব থেকে ২ ল্যাপটপ চুরি হয়েছে বলে সহকারী প্রধান শিক্ষক ফোনে আমাকে জানান।আমি বিষয়টি শুনে স্কুলে গিয়ে ল্যাবে থাকা ১৮ টি ল্যাপটপের মধ্যে ২ টি ল্যাপটপ নেই। এবিষয়ে কাউখালী থানায় একটি লিখিতে অভিযোগ দিয়েছি। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জাকারিয়া বলেন, জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাপটপ চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।