প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যায়ে ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নিয়ে পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ,নবায়ন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিআরডিবি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের লীগের আয়োজনে সদস্য সংগ্রহ নবায়ন ও কমিসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলেগের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ হারুন অর রশিদ খান। এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরন, মোঃ হারুন অর রশিদ, মোঃ হুমায়ুন কবির বাবু, মোঃ আওলাদ হোসেন, হরলাল হাওলাদার প্রমুখ। সভায় কাউখালী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।