পিরোজপুরের নাজিরপুরে চাকুরী দেওয়ার নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই প্রতারককে আটক করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রতারনা করা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু উপজেলার জোরাদাহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মো. ইসমাইল উদ্দিন মন্ডলের পুত্র মো. আ:রহমান মন্ডল (৪৪),একই জেলার শৈলকুপা উপজেলার কাঁচের খোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো.শামসুল বিশ্বাসের পুত্র মো. ফারুক হোসেন বিশ্বাস(৫১)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই প্রতারক উপজেলার শেখমাটিয়া ও শ্রীরামকাঠী ইউনিয়নের হাঁস-মুরগী ফ্রি চিকিৎসার জন্য চাকুরী দেওয়ার প্রলভোন দিয়ে ২৪ নারীকে নির্ধারন করেন। আর এ জন্য গত ২ দিন ওই দুই ইউনিয়ন পরিষদে তাদের পৃথক প্রশিক্ষন দিচ্ছিলেন। শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী জানান, ওই দুই প্রতারক তার ইউনিয়নের ১২ নারীকে ৩ বছরের জন্য চাকুরী দেওয়ার প্রলভোন দিয়ে তাদের কাছে গোপনে টাকা চান। দুই নারীর কাছ থেকে ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন। বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস জানান, তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের নামে প্রতারনার অভিযোগ পৃথক মামলা দায়ের হবে। থানার ওসি মো. হমায়ুন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।