শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা বিনির্মানে তৃণমূল থেকে শিশু প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর দেশব্যাপী জাতীয় শিশু প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১জুলাই)সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান,মোঃ মনিরুজ্জামান,কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।করোনার কারণে ২০২২ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়নি। ফলে এবছর একইসাথে ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।