পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কেজি গাঁজা সহ মাহিনুর বেগম(৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম তাটাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানাযায়, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনা মোতাবেক এসআই খন্দকার মোঃ কামরুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পশ্চিম পাতাকাটা এলাকার আব্দুল বারেক সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মোসাঃ শাহিনুর বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় আব্দুল বারেক সরদার সুকৌশলে পালিয়ে যায়। পরে মাহিনুরের রান্নাঘর থেকে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো এক কেজি গাজা উদ্ধার করা হয়। এবিষয়ে মঠবাড়িয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।