বরিশালের গৌরনদীতে একসঙ্গে তিন পুত্রসন্তনের জন্ম দিয়েছেন গৃহবধূ বর্ষা বেগম(২৩)।শুক্রবার(২১জুলাই) গভীর রাতে উপজেলার বাটাজোরের বেসরকারি
সুইস হাসপাতালে ওই তিন নবজাতকের জন্ম হয়।
গৃহবধূ বর্ষা বেগম বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীরহাট গ্রামের দিনমজুর পলাশ মোল্লার স্ত্রী।গৌরনদীর বাটাজোরের বেসরকারি সুইস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খানম বলেন,শুক্রবার বিকেলে ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন বর্ষা বেগম।সন্ধ্যায় তাঁকে হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শিউলী সমাজপতির অধীনে ভর্তি করা হয়। গভীর রাতে অস্ত্রপচারের মাধ্যমে বর্ষা তিন পুত্র জন্ম দেন।তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক শিউলী সমাজপতি। প্রসূতি বর্ষা বেগম বলেন, একসঙ্গে সুস্থভাবে তিন সন্তানের জন্ম দিয়ে তিনি খুশি।