বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের অবস্থান কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস,পুলিশের গাড়িতে হামলা এবং ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্বর থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের বিলাশ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সফাতি মো. অনিরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।