পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ময়না বেগম (৫৫) এক নারী নিহত হয়েছেন।সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই নারী ঘটনাস্থলে মারা যান। নিহত ময়না বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের গফুর হোসেনের মেয়ে। এসময় ওই নারীর সাথে থাকা তার মেয়ে মালা আক্তার (১৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা থেকে পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-৩০৪৯) নামের একটি বাস মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পরে যায়। এসময় মোটরসাইকেল আরোহী ময়না বেগম ছিটকে পরে বাসের চাকায় চাঁপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার মেয়ে গুরুতর আহত হন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এঘটনায় বরিশাল এক্সপ্রেস নামক বাসটি এবং বাসের চালক ও মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।