বরগুনার আমতলীতে দেশব্যাপী বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট, আমতলী উপজেলা শাখা সচেতনমুলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযানের আযোজন করেন। মঙ্গলবার(১ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লাইভ মেম্বর অশোক কুমার মজুমদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম। উপজেলা ইয়থ লিডার আবু তাহের, সহদল নেতা (২) রাবেয়া আক্তার, জনসংযোগ প্রধান রিয়াজুল ইসলাম ইমন ও উপ প্রধান বেলাল এর নেতৃত্বে এক র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।উপজেলা ইয়থ লিডার আবু তাহের বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আমরা পরবর্তীতে আমতলী পৌরসভায় মশা নিধন ঔষধ স্প্রে করবো। সকলের সহযোগিতা কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম বলেন, বর্তমানে ডেঙ্গু মোকাবেলায় সকলের সচেতনতা হওয়া উচিৎ। এ রকম কর্মসূচীতে আমাকে সর্বদা আপনাদের পাশে পাবেন।