পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মো. নবী হোসেন (৩০) নামে এক ভাড়ায় চালিত মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১ আগষ্ট) সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নবী হোসেন উপজেলার ছোটহারজী গ্রামের মো. করিম খানের ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, রোববার সকালে মাছ আনার জন্য মোংলা যাবার পথে বাগেরহাট-মোংলা মহাসড়কের ফতেহপুর এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে নবী হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে নবী হোসেনের মৃত্যু হয়। সে উপজেলার মিরুখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য।