ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ কামালের বেদিতে পুস্পমাল্য অর্পন করে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে সভাপতিত্ব করেন।