জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার(৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ ও শ্রাদ্বা নিবেদন করেন, উপজেলা প্রশাসন ও ফুলপুর থানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দের আলী, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রৌশনারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূঁইয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।