অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কাউখালী উত্তর বাজারের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মরহুম হাবিবুর রহমান তালুকদারের জেষ্ঠ পুত্র, কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির (মঞ্জু) সাবেক সাধারণ সম্পাদক, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন ও কাউখালী প্রেস ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান তালুকদার পলাশের বড় ভাই শাহ আলম তালুকদার শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে তার নিজ বাসায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে “আমাদের পিরোজপুর ২৪ ডটকম” ও কাউখালী প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মরহুমের জানাজা নামাজ আজ বিকেলে ৫.৩০ মিনিটের সময় উত্তর বাজার বাইতুন নুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।