1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় মামলা, নিরীহ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম গজারিয়ায় শিক্ষার্থী ও তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পিরোজপুর- ২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন ড. ফয়সাল খান ফুলপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য’র ধর্ষণে কলেজ ছাত্রীর সন্তান প্রসব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র ধষর্ণে অসহায় এক কলেজ ছাত্রীর সন্তান প্রসব হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ আগষ্ট) রাত ৮ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে সন্তান প্রসব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভুক্তভোগী ওই ছাত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, বাবা-মা হারা খ্রিস্টান সম্প্রদায়ের এক কিশোরী কলেজ ছাত্রী(১৬)কে ১০ মাস পূর্বে বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামে মৃত আব্দুস সোবান মৃধার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বপন মৃধার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জোর করে একাধিকবার ধর্ষণ করে। স্বপন মৃধা সেনাবাহীনি থেকে ৬ বছর পূর্বে অবসর গ্রহন করে নিজ এলাকায় মৃধা স্টোর নামে একটি দোকান পরিচালনা করে আসছে। গত নির্বাচনে ওই গ্রামের ইউপি সদস্য প্রার্থী ছিলেন । এর পূর্বেও মূলপাইন গ্রামের এক নারীকে ধর্ষণ করে তিন লাখ টাকায় রফাদফা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী জানান, বাবা-মায়ের মৃতুর পরে নানা বাড়ী ধামসর খ্রিস্টান পল্লীতে বসবাস করে পড়াশোনা চালিয়ে আসছিলো। গত ১০ মাস পূর্বে ধামসর বাজারে স্বপন মৃধা(৪০) এর দোকানে বাজার করতে গেলে দোকানের ঝাপ আটিকিয়ে জোর পূর্বক একাধিকবার ধর্ষন করে স্বপন। এ ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ায় ভয়ে মুখ খুলতে পারেননি বলে জানান। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার বাসিন্দারা জানান, স্বপন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। মেয়ের পরিবার বলতে কেউ নাই আছে শুধু মামা-মামি তারাও গরীব অসহায়। তাই থানায় অভিযোগ দিতে ভয় পাচ্ছে। অভিযুক্ত স্বপন মৃধার স্ত্রী, দুই ছেলে মেয়ে থাকারপরও এমন কর্মকান্ড করায় ক্ষিপ্ত স্থানীয়রা। ভুক্তভোগী কিশোরীর মামা মাইকেল জানান, ঘটনাটি সত্য তবে আমরা সংখ্যালঘু হওয়ায় ভয়ে মুখ খুলতে পারছিনা। অভিযুক্ত স্বপন মৃধা পলাতক থাকায় একাধিকবার মুঠোফনে ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তকরে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓