পিরোজপুরে গন ধর্ষন মামলার আসামী মো. ইমরান হোসেন খান (৩০) কে গ্রপ্তার করেছে র্যাব-৮। রবিবার (২৭ আগস্ট) বিকালে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানান, গত শনিবার (২৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে তাকে জেলার নাজিরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন জেলার সদর উপজেলার তেজদাশকাঠী গ্রামের রফিক খানের ছেলে। এর আগে গন ধর্ষনের ঘটনায় ধর্ষিতা নারী বাদী গত ২৫ জুন পিরোজপুর সদর থানায় ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট দুপরে ভুক্তভোগী নারী ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলে করে করে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়ক হয়ে শহর থেকে উপজেলার কদমতলা এলাকার দিকে যাচ্ছিলেন। ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা এলাকায় পৌঁছলে মোটর সাইকেল চালক মো. সোহাগ মীরের সহায়তায় স্থানীয় আমিন খান(৪০), ইমরান খান (৩০) ও রাকিব শিকদার (২৫) নামের তিন যুবক ওই নারীকে বহন করা মোটর সাইকেল থেকে জোর করে নামিয়ে নামিয়ে ফেলে এবং পাশের দুলিয়ারি গ্রামের রুবি বেগমের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোর করে ওই তিন জনে পালাক্রমে ধর্ষন করে। এ সময় মোটর সাইকেল চালক কৌশলে ওই নারীকে ফেলে চলে যায়। এ ঘটনায় মোটর সাইকেল চালক সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।