1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রায় দেড় শতাধিক বছর ধরে ছারছীনা সিলসিলার খেদমত এই উপমহাদেশে অব্যাহত রয়েছে …. তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গলাচিপায় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধরে দাবীতে মানববন্ধন রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা, আহত -২ গজারিয়া জাহাজের ধাক্কায় বল্বহেডের সুকানী নিখোঁজ ফুলপুরে ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবি সহ পুলিশের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য – ছারছীনার পীর ছাহেব কেবলা দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কাউখালীতে পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু, মুমূর্ষু অবস্থায় পরিবারের ৪ নারী হাসপাতালে ভর্তি ফুলপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ফুলপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সাথে কথা বলেন শরীফ আহমেদ এম পি

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের দুইবারের এমপি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, আমি মনে করি ফুলপুরের প্রতিটি বাড়িঘরই আমার। আমার বাবা ৫ বারের এমপি ছিলেন। আমি দুইবারের এমপি-মন্ত্রী। আমার ঢাকা শহরে বাড়ি নেই। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অথচ রাজাকারের সন্তান একবারের এমপি হয়েই ঢাকা শহরে বিশাল বাড়ি বানিয়ে বসে আছেন। শুধু তাই নয়, ফুলপুরে গিয়ে দেখি, তার তিন তলা বাড়ি! কিন্তু ফুলপুরে আমার কি কোন ঘর আছে? একটা বাড়ি আছে কি ফুলপুরে? আমার বাবাও করে যাননি। আমি মনে করি ফুলপুরের প্রতিটি বাড়িঘরই আমার। আমি যদি কারো বাড়িতে থাকতে চাই, তাহলে সবাই আমাকে থাকতে দিবেন। এক বেলা খাইতে চাইলে, খাইতে দিবেন। কি ভাই, দিবেন না? এসময় উপস্থিত সকলে সমস্বরে বলেন, অবশ্যই দিবো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে বের হয়ে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে ৭ নম্বর পথসভায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা আমার পিতাকে বার বার ভোট দিয়েছেন। ৫বার এমপি নির্বাচিত করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য তিনি এবার দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এত কিছুর পর নৌকা মার্কায় তিনি আপনাদের একটি ভোট আশা করতে পারেন না কি? এসময় তিনি আরও বলেন, গত ৫০ বছরের মধ্যে আপনারা কি কোন মন্ত্রী পেয়েছেন? পাননি। এসময় তিনি নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, তাহলে আমরা কি নৌকা মার্কায় আপনাদের একটি ভোট প্রত্যাশা করতে পারি না? এর উত্তরে সবাই হাত উঁচু করে তাকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন খান, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓