পিরোজপুরের কাউখালীর উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বরা হলেন- শ্রেষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, শ্রেষ্ট সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, মহিলা ক্যাটাগিতে দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুননেছা, সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে ধাবরী বান্নাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ জালাল ফকির, মহিলা ক্যাটাগরিতে কচুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেখা আক্তার, শ্রেষ্ট কাব শিক্ষক ক্যাটাগরিতে কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম,
শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে ৮ নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস এম সিঃ ক্যাটাগরিতে ৩২ নং নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রফেসর এবিএম ফকরুজ্জামান। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বিভিন্ন ক্যাটাগরিতে যারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক তারিকুর রহমান তারেক, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক রবিউল হাসান মনির।