বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ব্র্যাক এর আয়েজনে “বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন” শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড এম্বাসীর অর্থায়নে বাস্তবায়িত ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওর্য়াকাস ইন বাংলাদেশ “প্রকল্পের অধীনে বিদেশফেরত-দের পুনরেকত্রীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা, কৃষি ব্যাংক উজিরপুর শাখার ব্যবস্থাপক দেবাশীশ রায়, সহ উজিরপুর পৌরসভার কর্মকর্তা, সমবায় কর্মকর্তা,যুব উন্নযন কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা, মৎস কর্মকর্তা,দারিদ্র বিমোচন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কমিশন,শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের ফির্ড অফিসার,তথ্য সেবা অফিসার,টিটিসির অধ্যক্ষ, ভেটেনারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,এছাড়াও অভিভাসনের সাথে সরকারি কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বেসরকারি সংস্থার প্রতিনিধি,সাংবাদিক সমাজের প্রতিনিধি,ইমাম, পুরোহিত, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা মূল্যবান মতামত প্রদান করেন।উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রাক জেলা সমন্বয়কারী বিভাষ চন্দ্র তফাদার। ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক কোঅর্ডিনেটর ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম সাহিদা আক্তার, সঞ্চালনায় ছিলেন তরুন মিত্র সেক্টর স্পেশালিস্ট সাইকোস্যোশ্যাল কাউন্সিলর ব্রাক মাইগ্রেশন বরিশাল। এ সময় বক্তারা বলেন, যারা বিদেশ যেতে চান বা গিয়েছেন তাদের যেকোনো ধরনের সুযোগ-সুবিধা দিতে সরকারি সকল দপ্তর সর্বদা খোলা থাকবে।ব্রাক সর্বদা পাশে আছে এবং থাকবে। দালাল বা প্রতারণার খপ্পরে না পড়ে সরকারিভাবে বিভিন্ন ট্রেনিং নিয়ে আপনারা বিদেশ যেতে পারবেন। বিদেশ যেতে সরকারী বেসরকারী সকল সুযোগ সুবিধা সম্পর্কে নানান বিষয় সকলকে অবহিত করা হয়।