মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজল হক দেওয়ানের হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। সন্ত্রাসীদের হামলায় নিহত ফজল হকের গ্রামের বাড়ি পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর এলাকায়। মানববন্ধনে বক্তারা বলেন, ফজলের হত্যার সাথে জড়িতরা এখনো গ্রেফতার হচ্ছে না। এতে করে চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছে নিহতের পরিবারের সদস্যরা। তাই হত্যার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।