1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

“সেবা ও উন্নতির দক্ষ,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে, সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর২০২৩ তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা সাজ -সজ্জায় গলাচিপা উপজেলা প্রশাসন চত্বরে এক উন্নয়ন মেলার আয়োজন ও দিবসটি পালন করে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি, বিদ্যুৎ সহ শেখ হাসিনা সরকারের গরীব অসহায়দের জন্য উপহার গৃহনির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকলের জন্য পেনশন স্কীম সুবিধা, বিষয়ে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে, স্থানীয় সরকারের চিত্র তুলে ধরেন। এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও র‍্যালী নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃসাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুন ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ সুনিত কুমার গাইন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, প্যানেল মেয়র সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও দপ্তর সমূহ নানাবিধ আকর্ষণীয় স্টল ও তথ্য চিত্রসহ তৃণমূল মানুষের সকল উন্নয়ন সেবার জন্য মানুষকে সচেতন করার জন্য নানা আয়োজন করে। এছাড়া সকলের জন্য আনন্দ ক্রীড়া, সাঁতার, হাঁস ধরা, হাডুডু খেলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓