পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই ষ্টোরের উদ্বোধন করেন সাবেক এমপি ও বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মো. শাহ আলম।বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রকের সভাপতি মো. শাহ আলম বাহাদুর। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ শাহ আলম ছাড়াও আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা দুপ্রকের সহ সভাপতি অধ্যাপক নিরঞ্জন হালদার, সম্পাদক মহিবুল্লাহ ও সদস্য হযরত আলী হিরু প্রমুখ।সভায় বক্তারা দুর্নীতির ক্ষতিকারক দিকগুলো বর্ননা করে দুর্নীতির বিরুদ্ধে আত্মনিয়োগ করার জন্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন।