পাঁচ বছর পলাতক থাকার পর অবশেষে ফুলপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হলো সাজাপ্রাপ্ত আসামী মাজহারুল হক(৫৫)।আসামী মাজহারুল হক ফুলপুর উপজেলার আব্দুল আজিজের ছেলে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার এসআই মোফাক্খির উদ্দিন, সঙ্গীয় এএস আই আলমগীর ও কনস্টেবলসহ ঢাকায় গত মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী অভিযান পরিচালনা করে সাত মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি মাজহারুল হক গ্রেফতার করেছে।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনা সততা নিশ্চিত করে বলেন আসামি মাজহারুল হকের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। আর প্রত্যেকটা মামলাযই চেক জালিয়াতির ঘটনা।১২ অক্টোবর রোজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।