1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জমি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল গজারিয়া অবৈধ ঢালাই কারখানা গুঁড়িয়ে দিল তিতাস গজারিয়া অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও -১ আসনে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচনে যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে আটক- ২ মুন্সিগঞ্জ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়কের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ

ইন্দুরকানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে দশ ছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আরমান শেখ (৩২)কে পুলিশ গ্রেফতার করেছেন।গ্রেফতারকৃত আরমান শেখ উপজেলার পাড়েরহাট আশ্রয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে আরমান শেখকে আসামী করে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।পুলিশ ওই রাতে অভিযুক্ত আরমান শেখকে পাড়েরহাট বন্দর থেকে গ্রেফতার করেছেন।পাড়েরহাট আশ্রায়নের বাসিন্দারা জানান, আশ্রয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ (৩২) গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে পৌনে ৫টার দিকে পাশ্ববর্তী আশ্রায়নের বাসিন্দার দশ বছরের শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়।পরে ঘরের দরজা আটকে শিশুটিকে মুখ বেঁধে ধর্ষণ করে।এ সময় তাকে ধর্ষনের বিষয়টি কাউকে না জানানো সহ বিভিন্ন হুমকী দেয়।পরে শিশুটিকে ছেড়ে দিলে সে ভয়ে তার তার স্বজনদের জানায় নি।কিন্তু গত কয়েকদিন ধরে শিশুটির কষ্ট ভোগ করছে।বিষয়টি উপলব্ধি করে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে শিশুটি তাকে ধর্ষণের বিষয় বর্ণনা করলে তার স্বজনরা থানায় মামলা করেন।শিশুটির দাদা জানান, আরমান আমার নাতীকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।সে চিৎকার দিলে তার মুেখ গামছা দিয়ে বেধেঁ ধর্ষণ করে।এখন আমার নাতির প্রসাব করতে কষ্ট হচ্ছে। ধর্ষক আরমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓