পিরোজপুরের কাউখালী উপজেলার বিড়ালজুরি গ্রামের স্কুলছাত্রী সহ গৃহবধূদের ইভটিজিংয়ের দায়ে মোঃ দুলাল হাওলাদার (৬০)নামের এক বৃদ্ধকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২৯ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ আদেশ দেন।সাজাপ্রাপ্ত মোঃ দুলাল হাওলাদার উপজেলার জয়কুল গ্রামের মোঃ মোবাশ্বের হাওলাদারের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের একাধিক স্কুল-মাদ্রাসার ছাত্রী ও বিধবা মহিলা ও গৃহবধূকে রাস্তা ও বাড়িতে একা পেয়ে উত্তক্ত করে বৃদ্ধ।এমন অভিযোগ পেয়ে পুলিশ বিড়ালজুরি গ্রাম থেকে বৃদ্ধ দুলাল হাওলাদারকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় ওই বৃদ্ধকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ বায়েজিদুর রহমান বলেন, বৃদ্ধের বিরুদ্ধে ওই গ্রামের একাধিক ছাত্রী ও গৃহবধূকে ইভটিজিং এর অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।