স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১ নভেম্বর) সকালে কাউখালী উপজেলা হল রুমে জাতীয় যুব দিবসের পালিত হয়।এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রশিক্ষণ প্রাপ্ত দের সনদপত্র বিতরণ, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, উপজেলা কৌশলী সাখাওয়াত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।এ সময় ৬ জন যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত বেকার উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা ও দ্বিতীয় দফায় আরো তিনজন উদ্যোক্তাকে ৭৫ হাজার টাকা করে লোনের চেক হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকরতা।