পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমজাদ হোসাইন সোহাগ, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম (আজম), পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরদার মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।