সাগরে গভীর নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এ পরিণত হয়েছে।এটি মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।শুক্রবার (১৭ নভেম্বর) সকালে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।পায়রা ও মংলা সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে।শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় আঘাত হানতে পারে এ ঝড়।ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কে দাস জানান, ঘূর্ণিঝড়টি আজ বিকেলে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে।এ ক্ষেত্রে ঝড়টি বাংলাদেশের মোংলা ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।