ময়মনসিংহের ফুলপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম কে ২ কেজি গাঁজাসহ ও নিয়মিত মামলার চার আসামি সহ মোট ৫ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফুলপুর থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।ওসি আবুল খায়ের সোহেল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায় এ সময় সাথে ছিলেন এসআই রবিউল, এসআই জিয়াউর, এএসআই সহিদুল ও এএসআই আলমগীর সহ পুলিশ সদস্য।জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি সাইফুল ফুলপুর উপজেলার চরসল্পা গ্রামের মৃত ছফির উদ্দিন ওরফে সবুর উদ্দিনের ছেলে।আর বাকি আসামিরা হলেন রাশেদ (৩৮), সজিব (২২), বাবন চন্দ্র (৩৬) ও আক্কেল আলী (৫৫)।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।