1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

শিক্ষককে লাঞ্ছনার ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালীর ইউএন‌ও

  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং বিদ্যালয়ে গিয়ে কঠোর ভাষায় অপরাধীদের ভর্ৎসনা করেন এবং প্রকাশ্যে অপরাধীদেরকে দিয়ে ভুক্তভোগী শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাওয়ান।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ঘটনায় উপস্থিত কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আজ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ভাষায় ন্যায় বিচার নিশ্চিত করে শিক্ষকের মর্যাদা অক্ষুন্ন রাখলেন এটি একটি দৃষ্টান্ত।উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বিকেলে পূর্ব বেতকা বাজারে স্থানীয় বখাটে সজীব, মিন্টু ও ইয়াসিন শিক্ষক আবু হানিফকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓